অফিস পরিচিতিঃ নারায়ণগঞ্জ চাষাড়া ,১৬৯, বঙ্গবন্ধু রোড, নারায়ণগঞ্জ
* অফিস প্রধানের পদবীঃ সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ)
* অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ-
** প্রকল্পের মাধ্যমে খাস মজা খাল পুনঃখনন।
** প্রকল্পের মাধ্যমে ভূগর্বস্থ সেচ নালা নির্মাণ।
**প্রকল্পের মাধ্যমে সেচ স্কীমে কৃষকগ্রুপের পক্ষে স্কীম ম্যানেজারের মাধ্যমে ডিজেল/বিদ্যুৎ চালিত এলএলপি পাম্পিং সেট সরবরাহ।
** প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্প/কর্মসূচীর মাধ্যমে সেচ অবকাঠামো নির্মাণ।
** প্রকল্পের মাধ্যমে সেচ এলাকা জরীপ করা।
**ভূ-গর্ভস্থ পানির স্তর সম্পর্কে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা।
** প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিঞ্জান সম্মত সেচ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ প্রদান করা।
আওতাধীন অফিসের বর্ণনা
ক) আড়াইহাজার (ক্ষুদ্রসেচ) ইউনিট (আড়াইহাজার উপজেলা)
খ) সোনারগাও (ক্ষুদ্রসেচ) ইউনিট (সোনারগাও উপজেলা)
গ) বন্দর (ক্ষুদ্রসেচ) ইউনিট (বন্দর উপজেলা)
ঘ) রূপগঞ্জ (ক্ষুদ্রসেচ) ইউনিট (রূপগঞ্জ উপজেলা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস